ভারতের বিপক্ষে প্রথম টেস্ট
ক্রিড়া ডেস্ক
ভারতের বিপক্ষে জমজমাট টেস্ট লড়াইয়ের জন্য প্রস্তুত ইংল্যান্ড ক্রিকেট দল। এরই মধ্যে এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে সারপ্রাইজ হিসেবে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছিলেন এবং দুই ইনিংসে একটি করে উইকেট নিয়েছিলেন। মূলত দ্রুতগতির পেসার গাস অ্যাটকিনসনের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলে ফেরানো হয়েছে ওভারটনকে। জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে গত মাসে টেস্ট ম্যাচের সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন অ্যাটকিনসন। ৩১ বছর বয়সী ওভারটন সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সময় ডান হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে ফেলেন। তবে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, তার ইনজুরি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বোঝাই যাচ্ছে, টেস্ট শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন তিনি। এছাড়া, ইংল্যান্ড দলে ফিরেছেন জ্যাকব বেথেল, ক্রিস ওকস এবং ব্রাইডন কার্স। এ তিনজনই গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে ছোটখাটো ইনজুরির কারণে খেলতে পারেননি।

ইংল্যান্ডের দলে আরও রয়েছেন অধিনায়ক বেন স্টোকস, জো রুট, হ্যারি ব্রুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জেমি স্মিথ (উইকেটরক্ষক), শোয়েব বশির, স্যাম কুক এবং জশ টাং। তবে, ইনজুরির কারণে নেই নিয়মিত দলের পেসার মার্ক উড, জোফরা আরচার এবং ওলি স্টোন। ফলে ইংলিশদের পেস ইউনিটকে এখন বেশ দুর্বলই ভাবা হচ্ছে। এমনকি ম্যাথু পটসকেও এই দলে জায়গা দেওয়া হয়নি। জ্যাকব বেথেল, যিনি নিউজিল্যান্ড সফরে তিন টেস্টে দুটি হাফ সেঞ্চুরি করে সবাইকে মুগ্ধ করেছিলেন, তিনি আইপিএলের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারেননি। তার ফেরা দলের ব্যাটিং লাইনআপে শীর্ষস্থানে প্রতিযোগিতা বাড়াবে, নিশ্চিত। প্রথম টেস্ট ম্যাচটি ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হবে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই ম্যাচে শক্তিশালী ভারতী দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। যার নেতৃত্বে রয়েছেন শুভমান গিল এবং সহ-অধিনায়ক রিশাভ পান্ত। বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, জেমি ওভারটন, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাং, ক্রিস ওকস।