ঈদের আগের দিন গাজায় ৩৭ জনকে হত্যা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের মুসলিম প্রধান দেশ ও অঞ্চলগুলোতে চলছে পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি। কাল শুক্রবার (৬ জুন) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পশু কোরবানির মাধ্যমে ঈদ উদযাপন করবেন তারা। ঈদের আনন্দ করবেন ফিলিস্তিনিরাও। তবে সেই ঈদ দেখা হলো না ফিলিস্তিনের গাজার ৩৭ জন মানুষের। বর্বর হামলা চালিয়ে ঈদের আগের দিন তাদের হত্যা করেছে দখলদার ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোহাম্মদ আল-মুঘাইর বার্তাসংস্থা এএফপিকে বৃহস্পতিবার বলেছেন, “আজ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩৭ জন শহীদ হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিনই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় দুই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে আরবসহ এখন ইউরোপের অনেক দেশ সোচ্চার হয়েছে। তা সত্ত্বেও দখলদাররা তাদের হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। সূত্র: দ্য নিউ আরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *