সাভারে সড়কে ৭ কিলোমিটার ধীরগতি, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে সড়কে ৭ কিলোমিটার ধীরগতি, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ সাভারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে ৭ কিলোমিটার ধীরগতি সৃষ্টি হয়েছে। এতে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের এ ধীরগতির চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে প্রান্তিক গেট থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কে ধীরগতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী, শ্রীপুর বাসস্ট্যান্ডে গাড়ি ধীরে গতি রয়েছে। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজার মোড়, হেমায়েতপুর, থানা বাসস্ট্যান্ডে গাড়ি ধীরগতি রয়েছে।

সেলিম নামে রংপুরগামী বাসের যাত্রী জানান, গাবতলী থেকে সাভার বাসস্ট্যান্ডে পর্যন্ত বাসের ধীরগতি থাকলে বাস চলতে পেরেছে। কিন্তু নবীনগরে এসে দীর্ঘ সময় বসে থাকতে হচ্ছে বলে জানান তিনি। অপরদিকে ওয়েলকাম বাসের চালক ফারুক বলেন, রাজধানীতে তেমন একটা যানজট নেই। কিন্তু নবীনগরের আগে থেকে যানজট বসে আছি বলে জানান তিনি। সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

4 thoughts on “সাভারে সড়কে ৭ কিলোমিটার ধীরগতি, ভোগান্তিতে ঈদে ঘরমুখো মানুষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *