সাবিলা-ফারিণ নায়িকা হিসেবে ‘পারফেক্ট নয়’ শুনে যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ। অসংখ্য নাটক, বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। কেবল বাকি ছিল বড় পর্দায় অভিষেক হওয়া।  সেটাও হয়ে গেল। আসন্ন ঈদুল আজহায় দুই সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই দুই তারকা। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় থাকছেন সাবিলা, অন্যদিকে শরিফুল রাজের ইনসাফে রয়েছেন তাসনিয়া ফারিণ। 

আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

ইতোমধ্যেই সিনেমার দুইটি আইটেম গানে দেখা মিলেছে সাবিলা ও তাসনিয়ার। তাণ্ডবে  ‘লিচুর বাগান’  নিয়ে হাজির হয়েছেন সাবিলা নূর, ইনসাফে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’–তে দেখা মিলেছে আবেদনময়ী তাসনিয়া ফারিণের। ছোট পর্দার দুই অভিনেত্রীর বড় পর্দায় এমন পারফরম্যান্স ভক্তদেরও আশাবাদী করেছে। বিশেষ করে সহশিল্পীদের। যাদেরই একজন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

ফারিণ ও সাবিলা নূরকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই দুই অভিনেত্রীর ছবি প্রকাশ করে মেহজাবীন লিখেছেন, ‘‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’

এদিকে মেহজাবীনের সেই ফেসবুক পোস্টে একজন লিখেছেন, তারা নায়িকা হিসেবে পারফেক্ট নয়। নেটিজেনের সেই মন্তব্য নজর এড়ায়নি মেহজাবীনের। পাল্টা জবাবে তিনি লিখেছেন, ‘হাহাহাহা, কতটা ব্যাকডেটেড! দয়াকরে যান, যেখানে আপনার যা ভাল্লাগে সেটাই দেখুন।’ এছাড়াও অনেকেই সেই পোস্টে মন্তব্য করেছেন। কেউ ফারিণ ও সাবিলাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, কেউ আবার তাদের নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। 

3 thoughts on “সাবিলা-ফারিণ নায়িকা হিসেবে ‘পারফেক্ট নয়’ শুনে যা বললেন মেহজাবীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *