চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়লো

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় একদিন বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সিদ্ধান্ত জানান চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। সময় বৃদ্ধি করে গতকাল বুধবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং আজ বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। তবে নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ সেপ্টেম্বর (গতকাল বুধবার) পর্যন্ত। এ সময় তিনি বলেন, গত সংঘর্ষে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যাদের কেউ কেউ এখনও অসুস্থ। আবার অনেক শিক্ষার্থী সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সময়সীমা একদিন বৃদ্ধি করা হয়েছে। দুপুর ১২টায় এ বিষয়ে আমাদের মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আজ (গতকাল বুধবার) বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবে এবং আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে। এর আগে, বেলা ১১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর জন্য আবেদন জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। চাকসু ভবনের দ্বিতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত এই আবেদন জমা দেওয়া হয়। চিঠির বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা শিক্ষার্থীদের স্বার্থে এ আবেদন করেছি। তবে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে যে আচরণ করেছে তা ফ্যাসিবাদী আচরণ। প্রধান নির্বাচন কমিশনার আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্ভব না বলে মন্তব্য করেছেন। তিনি বিষয়টি বিবেচনায় রাখতে পারতেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, গতকাল (গত মঙ্গলবার) নির্বাচন কার্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ সময় অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। সম্প্রতি স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে অনেক শিক্ষার্থী নিজেদের বাড়ি চলে গেছেন। ফলে অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্দিষ্ট সময়ে ক্যাম্পাসে ফিরে আসতে পারছেন না। এমতাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। তবে নির্বাচন কমিশনার আমাদের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন, যা আমাদের কাছে ফ্যাসিবাদের মতো আচরণ বলে মনে হয়েছে। আমরা মনে করি, নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষা করে এমন কঠোর অবস্থান গ্রহণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদলের আবেদনের বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, আমরা এ বিষয়ে সভা করবো। এরপর পেছানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। পরে সময়সীমা বাড়ানো হয়। এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। চাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনো মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না। চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *