বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোঃ গিয়াস উদ্দিন লিটন

চট্টগ্রাম খুলশী এলাকার স্থানীয় ক্লাব আলোড়ন সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। উক্ত টুর্ণামেন্ট উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী পাটদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ সাঈদ আল নোমান তূর্য।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রাম খুলশী থানাধীন বিজিএমইএ ভবনের পেছনে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনি মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল-নোমান
স্মৃতি আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস কে খোদা তোতন।

আলোড়ন সংঘের সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস কে বারি খোকনের
সভাপতিত্বে সুন্দর, সুশৃঙ্খল ও নান্দনিক পরিবেশে সংক্ষিপ্ত আলোচনা সভা ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠন থানা/ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ।
সৈয়দ মাহবুব ই খোদা জিতুর সার্বিক সহযোগিতা ও পরিচালনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, টিমগুলো প্রথম পর্ব পয়েন্ট এবং দ্বিতীয় পর্বে নক আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

প্রধান অতিথি সাঈদ আল নোমান তূর্য বলেন, মরহুম আব্দুল্লাহ আল-নোমান অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। আমিও আব্দুল্লাহ আল নোমানের মত আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের জন্য কাজ করতে চাই। আপনারা আমার বাবা আব্দুল্লাহ আল নোমান জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।
এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আনন্দ করতে এসেছি, এই ফুটবল খেলা উপভোগ করেছি। বর্তমান প্রেক্ষাপটে মাদক মুক্ত সমাজ গড়তে ছাত্র ও যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে।মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদাহাফেজ।

2 thoughts on “বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল-নোমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *