নরসিংদীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
মোঃ জসিম উদ্দিন :
নরসিংদীতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে গত বুধবার নরসিংদী জেলা প্রশাসন বাংলাদেশ শিমু একাডেমি নরসিংদী ও মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ পরিচালক সেলিনা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী নরসিংদী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমান। এবারের কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ছিল “আমি কনাশিশু স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি”।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী। শিক্ষার্থী সামিয়া হক, মেহেরিন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সরকার।
প্রধান অতিথি আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, তোমরা বাল্য বিবাহের ব্যাপারে সচেতন থাকবে। বাল্য বিবাহকে না বলবে। বাল্যবিবাহে তোমরা কখনো রাজি হবেনা প্রশাসনকে খবর দিবে। এ বয়সে তোমরা অন্ধকারে ডুবে যাবে। বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।