আপনার সন্তানের ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকে বিরত থাকবেন
মোঃ জসিম উদ্দিন :
নরসিংদী সানবীম স্কুলে ক্লাস পার্টি ও আলোচনা সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই জন প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। তার মধ্যে উদ্বোধক হলেন নরসিংদী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর। অফর জন হলেন,বিশেষ অতিথি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। অপর বিশেষ অতিথি হলেন, আরেকজন হলেন নরসিংদী সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ছাবিকুন্নাহার রোজি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সানবিম স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোমতাজ উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানের উদ্বোধক নূর মোঃ রুহুল ছগীর উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকে বিরত থাকবেন। তা না হলে আপনাদের বাচ্চারাই এ মোবাইল ফোন আসক্ত হয়ে যাবে। মোবাইল ফোনে আসক্ত হলে তারা পড়াশুনাতো দূরের কথা অন্ধকারে নিমজ্জিত হবে। এখন থেকেই আপনারা মোবাইল ফোন থেকে সতর্ক থাকবেন। অন্ততঃ আপনাদের সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে।
অপর শিক্ষা অফিসার বিশেষ অতিথি মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার বলেন, এ সময়ে ভাল মানুষের খুবই অভাব। আপনাদের সন্তানদের এমন পড়াশুনা করাবেন তারা যেন সু-শিক্ষিত হয়। সু-নাগরিক হয়। তা না হলে আপনাদেরকে বিদ্ধাশ্রমে যেতে হবে।