দিনাজপুরে খরা সহিষ্ণু ব্রি-৭১ আমন ধান চাষাবাদ সম্প্রসারণে কৃষকের মাঠ দিবস

মো.রাফিন হোসেন আরফিন

দিনাজপুরে খরা সহিষ্ণু জাতের ব্রি-৭১ আমন ধানের চাষাবাদ সম্প্রসারণে কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) সকালে দিনাজপুরের সদর উপজেলার ভবাইনগরে অনুষ্ঠিত এই মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-দিনাজপুর অঞ্চল।
বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট-দিনাজপুর অঞ্চলের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. আবু বকর সিদ্দিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো.আনিসুজ্জামান,সদর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মাসুদ তুষার,দিনাজপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ্‌ আলম শাহী ও কৃষক মমতাজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ খরা সহিষ্ণু জাতের ব্রি-৭১ আমন ধানের মাঠ পরিদর্শন করেন।
নতুন উদ্ভাবিত ব্রি-৭১ প্রতি বিঘায় ফলন পাওয়া গেছে ১৯ মণ। জলবায়ু পরিবর্তনে ও খরা সহিষ্ণু এ ধান চাষে কৃষকরা লাভবান।
আগাম জাতের এই আমন ধান ঘরে তোলার পর একই জমিতে আলু,শীতকালীন সব্জিসহ অন্যান্য ফসল আবাদ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষক ও কৃষিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *