নরসিংদী শহরে অবৈধ গাড়ীর উগ্র চাকলদের বেপরোয়া গতিতে ভয়ানক দুর্ঘটনা

দুর্ঘটনার শিকার সাংবাদিক মজিবুর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

মো: জসিম উদ্দিন

নরসিংদী শহরে অবৈধ অটোরিকসা, ইজিবাইক, ট্রাক্টর ও মোটরসাইকেল চালকদের ভয়ানক দাপটে পথচারীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক ব্যবস্থা একেবারে নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে। উগ্র ও অবৈধ চালকরা অত্যান্ত বেপরোয়া গতিতে যার যার খুশিমত তাদের যানবাহন চালাচ্ছে। বাম ডান উল্টোপথ উল্টোসাইড সবই যেন তাদের বৈধসাইড, বৈধরাস্তা। অবৈধভাবে দ্রুত গতিতে কার আগে কে কত দ্রুতগতিতে যাবে সেই অবৈধ প্রতিযোগিতা যেন নিয়মে পরিণত হয়ে গেছে। এসব অবৈধ উগ্র চালকদের নেই কোন মানবতাবোধ নেই কোন মায়ামমতা। এরা পথচারীদের বৈধ সাইডে গিয়ে অবৈধ ভাবে ঢুকে পথচারীকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে চলে যায়। পথচারীদের হাটার নিরাপদ রাস্তা ফুটপাতও পথচারীদের জন্য নিরাপদ নয়। সেই ফুটপাত দিয়েও পথচারীর পিছন থেকে সামনে থেকে হঠাৎ মোটরসাইকেল দ্রুতগতিতে চলে আসে। কোন ভাবেই পথচারীরা এসব গাড়ীর উগ্র চালকদের অবৈধ চলাচল ও দাপট থেকে রক্ষা পাচ্ছে না। নরসিংদী শহরের কোন কোন মহল্লায় রাস্তার দুপাশে ফুটপাতও নেই। থাকলে অবৈধ দখলে যানবাহন ও পথচারী একই সাথে অত্যান্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে । সবমিলিয়ে এমন অবস্থায় এ শহরের সকল পথচারীরা খুবই অসহায়। এমন কি প্রতিদিন স্কুলগামী ছোট ছোট শিশু, রোগী, বুড়ো মানুষ ও মহিলা পথচারীরাও নিরাপদে রাস্তায় চলাচল ও রাস্তা পারাপার হতে পারছে না। প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে ও পুঙ্গুত্ববরণ করছে। এই শহরে যেন এসব দেখার কেউ নেই। সাধারণ মানুষ ও পথচারীরা যদি এসবের প্রতিবাদ করে তবে উগ্র চালকরা তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগালি করে থাকে। এখন মানসম্মানের ভয়ে কেউ এসবের প্রতিবাদ করতে সাহস পায়না। এতে মনে হয় এ শহরের কোন অভিভাবক নেই। গত ১ নভেম্বর নরসিংদী শহরের পায়রা চত্ত্বরে অবৈধ গাড়ীর অবৈধ চালকরা অবৈধভাবে ওভারটেক করতে গিয়ে এক ভয়ানক দুর্ঘটনা ঘটায়। এ দুর্ঘটনার শিকার হন প্রবীণ সাংবাদিক মজিবুর রহমান (৬৫)। তিনি দৈনিক আমাদের অর্থনীতির নরসিংদীর জেলা সংবাদদাতা। তিনি রাস্তা পারাপারের জন্য রাস্তার বাম পাশে দাড়িয়ে অপেক্ষা করছিলেন। তখন ঐ বাম পাশ দিয়ে একটা অটো রিকসা অবৈধভাবে অন্য একটা অটো রিকসাকে ওভারটেক করার সময় প্রবীণ সাংবাদিক মজিবুর কে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এতে মজিবুর মাটিতে পড়ে যায়, এরই সাথে সাথে আরেকটি অটো রিকসা মজিবুরের ওপর দিয়ে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। মুহুর্তের মধ্যে তিনি অজ্ঞান হয়ে পড়েন ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এ দুর্ঘটনা পর সাংবাদিক মজিবুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এমন অবস্থা থেকে এ প্রবীণ সাংবাদিক সুস্থ হয়ে তার পরিবারের মাঝে ফিরে আসবেন কি না তা আল্লাহ তা আলাই ভাল জানেন। এই অবৈধ অটো রিকসা, ইজি বাইক ও ট্রাক্টর চালকদের দাপট কিভাবে থামবে তা প্রশাসনই ভাল জানেন। নেই তাদের গাড়ীর নাম্বার প্লেট রেজিস্ট্রেশন। যার ফলে এসব অবৈধ গাড়ী দুর্ঘটনা করলে অতি সহজে দ্রুত পালিয়ে যায় চালক। আর পালিয়ে গেলেই তারা রক্ষা পেয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *