ঢাকা ও করাচির মধ্যে সপ্তাহে তিনদিন চলবে বিমান বাংলাদেশের ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিনদিন ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের ফাঁকে দ্য নিউজকে এ তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। খবর জিও টিভির। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, হ্যাঁ, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইনস করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এই ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ভারতীয় প্লেন যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনিভাবে বিমান বাংলাদেশের ফ্লাইটও ভারতের উপর দিয়ে উড়বে। এদিকে বিশ্বস্ত এক সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে, পাকিস্তানের ওপর যেহেতু ভারত তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রেখেছে, তাই এ মুহূর্তে পাকিস্তানের কোনো বিমান সংস্থার ঢাকায় ফ্লাইট পরিচালনার খুব বেশি একটা সম্ভাবনা নেই। পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্য, সংযোগ এবং সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু সীমিত প্রবেশাধিকার, সীমান্ত-সংক্রান্ত বিধিনিষেধ এবং আঞ্চলিক রাজনীতি এখনও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে চলেছে। তিনি আরও বলেন, পাকিস্তান এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে, কিন্তু প্রবেশাধিকারের অভাব এক্ষেত্রে এখনও সবচেয়ে বড় বাধা হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *