বাউফলে দলীয় পদ ফিরে পেলেন বিএনপি নেতা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বাউফল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবিরের দলীয় পদ ফিরে পাওয়ায় হাজারো নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন। দলীয় পদ পুনরুদ্ধারে পর শনিবার বিকালে বাউফলে আগমন করলে পৌর বাসস্ট্যান্ড তাকে এ শুভেচ্ছা প্রদান করেন হাজারো নারী পুরুষ। পরে সহাস্রাধীক নেতা কর্মী নিয়ে প্রায় দুই কিলোমিটার পায়ে হেটে পৌরসভার দলীয় কার্যালয়ে এসে বক্তব্য রাখেন। ওই সময় বাউফল উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কবিরকে গত বছরের ১০ আগস্ট দল থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং চলতি বছরের ৩০ নভেম্বর তাকে স্বপদ ফিরিয়ে দেয় বিএনপি জেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *