দিনাজপুর ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে সেনাবাহিনী বেস্টিত কাঁটা তারের বেড়া নির্মাণের প্রতিবাদে উত্তপ্ত দিনাজপুর

মোঃ রাফিন হোসেন (আরফিন),দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সেনাবাহিনী বেস্টিত কাঁটা তারের বেড়া নির্মাণের ঘটনায় ফুঁসে উঠেছে দিনাজপুরের ক্রীড়া অঙ্গন। কাঁটা তারের বেড়া অপসারণ করে বড় ময়দান উম্মুক্ত ক্রীড়া অঙ্গন করার দাবিতে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াবিদদের আন্দোলনে উত্তপ্ত এখন দিনাজপুর। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা আন্দোলনে মাঠে নামে। দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধের মাধ্যমে শহরের সঙ্গে বাণিজ্যিক এলাকা পুলহাটের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। সড়কের দু’ধারে আটক পড়ে অসংখ্য যানবাহন। মাথায় কাফনের সাদা কাপড় বেধে ব্যানার,ফ্যাস্টুন প্লেকার্ড নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারিরা। এ সময় ক্রীড়া সংগঠক ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল,দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি’র কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা,ক্রীড়া সংগঠক সৈয়দ আজাদুর রহমান বিপু,আরিফসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তরা দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সেনাবাহিনী বেস্টিত কাঁটা তারের বেড়া অপসারণ করে বড় ময়দান উম্মুক্ত ক্রীড়া অঙ্গন করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। বক্তারা বলেন,’দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দান শুধু দিনাজপুরের নয়,দেশের ঐতিহ্য,খ্যাতি ও সম্মান বহন করে আসছে। এই মাঠে খেলা শিখে ও অনুশীলন করে আজ দেশের ক্রীড়া অঙ্গনে বড় বড় তারকা খেলোয়াড় অনেকেই। যারা দেশের সম্মান ও অর্জন বয়ে এনে বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের ঈদগাহ্? মাঠ শুধু দেশের নয়,উপমহাদেশে সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। যে ঈদের জামাতে অংশ নেয় লাখো লাখো মুসল্লী। এ মাঠে সমাবেশ ও জনসভায় বক্তৃতা দিয়েছেন,দেশ-বিদেশের অনেক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্র প্রধান,বিশিষ্ট ব্যক্তি ও গুণিজন। এমাঠে হয়েছে অনেক সুখ্যাত সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেক বড় বড় তারকা অংশ নিয়েছেন এসব অনুষ্ঠানে। আজ এই মাঠ কাঁটা তারের বেড়ায় বেষ্টিত। এর মাধ্যমে শুধু প্রতিবন্ধকতা নয়,দিনাজপুরের ক্রীড়া,শিল্প-সাংস্কৃতি,রাজনীতি ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।,আমরা তা কখনো মেনে নিতে পারিনা। মেনে নিবোনা। অবিলম্বে কাঁটা তারের বেড়া অপসারণ করে বড় ময়দান উম্মুক্ত ক্রীড়া অঙ্গন করা না হলে লাগাতার আন্দোলন চলবে। দিনাজপুর অচল হয়ে যাবে। এজন্য প্রশাসনকে দায়-দায়িত্ব নিতে হবে।’ দুপুর একটা থেকে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক অবরোধের মাধ্যমে শহরের সঙ্গে বাণিজ্যিক এলাকা পুলহাটের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। সড়কের দু’ধারে আটক পড়ে অসংখ্য যানবাহন। মাথায় কাফনের সাদা কাপড় বেধে ব্যানার,ফ্যাস্টুন প্লেকার্ড নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন শ্লোগান দেয় আন্দোলনকারিরা। বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত আড়াই ঘন্টাব্যাপি চলে আন্দোলন। আন্দোলন চলাকালিন সময় জেলা প্রশাসক আশ্বাস দেয়,বিষয়টি বিবেচনা করার। ফলে আগামীকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২ টা পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়। এর মধ্যে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সেনাবাহিনী বেস্টিত কাঁটা তারের বেড়া সরিয়ে নেয়া না হলে দুপুর ২ টা থেকে আবারো লাগাতার আন্দোলনে নামা হবে জানায় আন্দোলনকারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *