ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন

ভালুকা, ময়মনসিংহ

ভালুকা উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন গত শনিবার বিকাল ৪টায় ভালুকা সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহাবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রপাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম। কর্মী সম্মেলনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন রোকনুজ্জামান সরকার।

প্রধান অথিতির বক্তব্যে জাকির হোসেন বাবলু বলেন সামনে জাতীয় নির্বাচন, বিএনপির বিরুদ্ধে যরযন্ত্র চলছে। নির্বাচনের আগের জামাতসহ সব দল এক হয়ে বিএনপির বিরুদ্ধে অপ্রচার চালাবে। তাই বিএনপিকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ হতে হবে। স্লোগান এবং মিছিল দিয়ে আর রাজনীতি চলবে না।

ভোটারদের কাছে যেতে হবে। সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জান সরকার ঘোষনা করেন নতুন কমিটি না আসা পর্যন্ত ভালুকা উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি তত্বাবাধায়ক হিসাবে কাজ করবেএবং দ্রুত নতুন কমিটি আত্ন প্রকাশ করবে।

সম্মেলনে স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আনোয়ার আজিজ টুটুল, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমীন, সাখাওয়াত হোসেন, খালেদা নার্গি, ওসমান গণি মল্লিক মাখন, গোলজার হোসেন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, যুগ্ম আহবায়ক, আবুল কালাম আজাদ, জহির রায়হান, আহসান উল্লাহ খান রুবেল, ফারুক সরকার, প্রমুখ। সম্মেলন বিকাল ৪টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।

One thought on “ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *