দিনাজপুরে গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ

মোঃ রাফিন হোসেন (আরফিন) ,দিনাজপুর: দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ। আজ শনিবার (১০ জানুয়ারি)বিকেলে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড.মো.মাহফুজ বাজ্জাজের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিডাব্লিউএমআরআই’র পরিচালক ( প্রশাসন ও অর্থ)ড. মো.আব্দুল হাকিম,সরেজমিন উইং এর পরিচালক মো.ওবাইদুর রহমান মন্ডল ও ডিএই দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো.রিয়াজ উদ্দিন।প্রশিক্ষণে,দিনাজপুর জেলার,বীরগঞ্জ ও কাহারোল উপজেলার ৫০ গম চাষি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বীজ উৎপাদক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেয়।প্রশিক্ষণে গমের উন্নত জাত নির্বাচন,বিশুদ্ধ বীজ উৎপাদনের কৌশল,মাঠ পর্যায়ে রোগ-বালাই ও আগাছা ব্যবস্থাপনা,সঠিক সময়ে কর্তন,মাড়াই.প্রক্রিয়াজাত,করণ এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।প্রশিক্ষণে বক্তৃতা জানান,প্রতিষ্ঠানটি এপর্যন্ত ৩৮টি জাত উদ্ভাবন করেছে। প্রতিষ্ঠানটি গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী এর আগে দিনাজপুরে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় আঁশ, বীজ ফসলের উন্নতজাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন কৃষি সচিব ড.মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *