‘নিজের সৃষ্টিশীলতা হারালে, অবদান রাখার পথটাই কমে যায়’

বিনোদন ডেস্ক

ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি একইসঙ্গে সৌন্দর্য ও প্রতিভার প্রতীক এবার এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন। দীর্ঘ দুই দশক ধরে তিনি চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিয়েছেন। ‘স্টার কিড’ না হয়েও তিনি নিজের শর্তে একজন স্টার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। দক্ষিণী চলচ্চিত্র থেকে বলিউড, মেইনস্ট্রিম থেকে ওটিটি তামান্না নিজেকে প্রতিটি পরিসরে প্রমাণ করেছেন।

‘বাহুবলী’ সিরিজের ঐতিহাসিক সাফল্য থেকে শুরু করে ‘জেলার’ ও ‘স্ত্রী ২’-এর মত সমসাময়িক হিট ছবিতে তার প্রতিটি চরিত্র যেন এক নতুন অধ্যায়। এই বছর তামান্না পূর্ণ করছেন তার অভিনয় জীবনের ২০ বছর। এবার এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘কাজ তখনই আসে, যখন আপনি এমন কিছু আনেন যা প্রাণ দেয় গল্পে।’

তার কথায়, ‘ভাবনা যদি স্পন্দিত করে, স্ক্রিপ্ট যদি কথা বলে— তবেই সেটা কাজ করে। অন্যের অনুভূতির ভার বইতে গিয়ে নিজের সৃষ্টিশীলতা হারালে, অবদান রাখার পথটাই কমে যায়।’ তিনি আরও বলেন, ‘আমি কল্পনা করতাম যারা নিয়ম বানায় তারা যদি শাড়ি বা ঝলমলে পোশাকে থাকত, তাহলে বুঝত সেটা ঠিক ভাবে পরা কতটা কঠিন।’

One thought on “‘নিজের সৃষ্টিশীলতা হারালে, অবদান রাখার পথটাই কমে যায়’

Leave a Reply to Nadia2826 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *