দিনাজপুর সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি

মো.রাফিন হোসেন (আরফিন)
দিনাজপুরের বিরামপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদ জানিয়ে সীমান্ত থেকে বেড়া সরানোর আহবান  জানিয়েছে বিজিবি।
সোমবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে দিনাজপুরের বিরামপুর কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তের ২৯১ মেইন পিলার ২৯নং সাব পিলার এলাকা থেকে ১০ গজ দূরে বিএসএফ বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন।
এনিয়ে আজ সোমবার ( ২২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছিক এক সদস্য জানিয়েছেন, সীমান্তের খেয়ারমাহমুদপুর গ্রামে রাতের অন্ধকারে বিএসএফ সদস্যরা আমাদের জমিতে বেড়া দিয়েছে বলে শুনেছি। সারা রাত ধরে সীমান্তে তারা বেড়া দিলো কিন্তু তাদেরকে কোন বাঁধা দেয়নি বিজিবি। আজকে এই গ্রামে বেড়া দিয়েছে কালকে আরেক গ্রামে দিবে। সেই বেড়া যেন দ্রুত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য বিজিবিকে আহবান জানাচ্ছি।
দিনাজপুর সেক্টরের অধিনস্থ জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের ভারতীয় অংশের কৃষকরা তাদের জমির ধান রক্ষায় রাতের আঁধারে বাঁশের বেড়া নির্মাণ করেছে। এটি উঠিয়ে ফেলার ব্যবস্থা করতে প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়কের সঙ্গে আমার কথা হয়েছে। বিকাল ৫টায় এনিয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে। বৈঠকের মাধ্যমেই সীমান্ত থেকে যতদ্রুত সম্ভব সেই বাঁশের বেড়া অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

One thought on “দিনাজপুর সীমান্তে বেড়া দিয়েছে বিএসএফ, কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি

Leave a Reply to Lachlan1569 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *