মো: জসিম উদ্দিন:
নরসিংদী শহরের শালিধা দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ৯ বছর বয়সের ছাত্র তাওসিফ ভূইয়া ৬ মাসে হিফজ সম্পন্ন করেছে। এ বছরের শুরুতে তাওসিফ শালিধা মাদরাসায় ভর্তি হয়ে আল্লাহর রহমতে ৬ মাসে হাফেজ হলেন। হাফেজ তাওসিফ এর ওস্তাদের নাম হাফেজ জহিরুল ইসলাম। হাফেজ তাওসিফ ভূইয়া নরসিংদী পৌরসভার শালিধা মহল্লার ক্ষুদে ব্যবসায়ী মো: বকুল ভূইয়া’র পুত্র। এত অল্প বয়সে তাওসিফ হাফেজ হওয়াতে মাদরাসা কমিটি ও এলাকাবাসী আল্লাহ তা’আলার শুকরিয়া আদায় করেছেন এবং তাওসিফ ও তাঁর পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আজ শুক্রবার এ মাদরাসা কমিটি তাওসিফকে সংবর্ধনা প্রদান করবে ও দোয়া মাহফিলের আয়োজন করবে।