তাহের তারেক
ঢাকার সাভারের ছায়াবিথী এলাকায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এ খেলায় মোট ১২ টিম অংশগ্রহণ করে ১২ টিমের মধ্যে ভালো খেলে , ফাইনাল নিশ্চিত করেন ২ টিম , হাসান টাঙ্গাইল এক্সপ্রেস বনাম রায়হান একাদশ।
আজ শুক্রবার ৩ :ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাটিতে আশেপাশের এলাকার মানুষ দর্শক সাড়িতে বসে খেলাটি উপভোগ করেন। খেলায় নির্ধারিত সময়ে ২/২ গোলে সমাপ্ত হয়। পরবর্তীতে টাইব্রেকারে মাধ্যমে, হাসান টাঙ্গাইল এক্সপ্রেস, বিজয়ী হয়।
বিজয়ী দের মধ্যে ট্রফি তুলে দেন প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম। এবং রানা চাপদলের মাঝে ট্রফি তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, গত ১৬ বছর সাভারে খেলা ধুলা ছিলো না এখন খেলাধুলায় প্রাণ ফিরে পেয়েছে যুবসমাজের উদ্যোগে বলতে চাই মাদক থেকে বিরত থাকো খেলাধুলায় ফিরে আসো। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ খোরশেদ আলম সাবেক যুগ্ম সম্পাদক ঢাকা জেলা বিএনপি, ও সাভার পৌর মেয়র পদপ্রার্থী,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার বেপারী কাউন্সিলর প্রার্থী ১ নং ওয়ার্ড। মোশারফ হোসেন মোল্লা, মোহাম্মদ হযরত আলী, মোঃ রাশেদুজ্জামান বাচ্চু, জাহিদুল ইসলাম জুয়েল, চম্পক দেওয়ার, সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।