মো.রাফিন হোসেন আরফিন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার চরম বিপর্যয় ঘটেছে শুধু পাশের হার আর জিপিএ -৫ এবার ৪৩টি কলেজ থেকে পাশ কেউই।
২০২৪ সালের যেখানে ফলাফলে শূন্য পাশের হার কলেজের সংখ্যা ছিল ২০টি। এবার শূন্য ফলাফল কলেজে সংখ্য ৪৩ টি। আর কেউ পাশ করেনি এই ৪৩ টি কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ১৮২ জন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এই ফলাফলের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবার নীলফামারী জেলার ১০টি, কুড়িগ্রাম জেলার ৯টি, দিনাজপুর জেলার ৪টি, ঠাকুরগাঁও জেলার ৬টি, লালমনিরহাট জেলার ৫টি, রংপুর জেলার ৪টি, গাইবান্ধা জেলার ২টি ও পঞ্চগড় জেলার ৩টি কলেজে কেউ পাশ করেনি।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাশের হার ৫৭ দশমি ৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাশের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ।
এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। বেড়েছে শূন্য পাশের কলেজের সংখ্যাও।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন।
দিনাজপুর শিক্ষাবোর্ডে কেউ পাশ না করা ( ফলাফল শূন্য কলেজগুলো হলো, নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ, চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোলমুন্ডা আদর্শ কলেজ, কিশোরগঞ্জ উপজেলার নয়ন খাল স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা উপজেলার নাউতারা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, গাইখারিবাড়ী মহিলা কলেজ, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ, ডিমলা সীমান্ত কলেজ, সৈয়দপুর উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ শ্রীজনশীল কলেজ।
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী আদর্শ মহিলা কলেজ, টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ, রাজারহাট উপজেলার সিঙ্গার ডাবরি হাট কলেজ, নাগেশ্বরী উপজেলার ছিলা খানা মডেল কলেজ, সমাজ কল্যালন মহিলা কলেজ, কুটি পয়ড়া ডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, ফুলবাড়ী উপজেলার রাশেদ খান মেনন কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা স্কুল ও কলেজ।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দার মহিলা কলেজ, আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজে, ঠাকুরগাঁও নিউ মডেল কলেজ, রানীশংকৈল উপজেলার গোগর কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার কতিয়ারপুর শহীদ সালাহউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট কলেজ, বিরামপুর উপজেলার বেফারিটোলা আদর্শ কলেজ, ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার সোনারহাট স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, হাতীবান্ধা উপজেলার আমিনুর রহমান কলেজ, আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, শিয়াল খোওয়া কলেজ।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ, গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ।
পঞ্চগড় জেলা বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, তেতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ঘাগোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ।