৩০ হাজার কোটি টাকার মালিক এই শিল্পী

বিনোদন ডেস্ক

আজ বিশ্ব সংগীত দিবস। এই দিনে জেনে নিন, সংগীতশিল্পী জেজির সম্পদের পরিমাণ। ধরে নেওয়া যায় তিনিই এখন পৃথিবীর সবচেয়ে ধনী সংগীতশিল্পী। সিম্পলবিন এবং এস্কোয়ার অস্ট্রেলিয়ার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, জেজিকে বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী মনে করা হয়। তার আনুমানিক সম্পদের মূল্য ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বা ৩০ হাজার কোটি টাকা।

জেজির সম্পদের উৎস তার সফল সংগীত ক্যারিয়ার এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ। সেসবের মধ্যে রয়েছে রক নেশন এবং আরমান্ড ডি ব্রিগনাক শ্যাম্পেন এবং ডিউসে কগনাকের শেয়ার। যদিও কানিয়ে ওয়েস্টের মতো অন্য শিল্পীদের সম্পদের পরিমাণও কম নয়। তবে হিসেব-নিকেশ করে দেখা গেছে জেজি সবার চেয়ে এগিয়ে। জেজি মার্কিন র‌্যাপার। তার আসল নাম জে ওয়েইন জেনকিন্স। তিনি ১৯৯৮ সালে ‘কর্পোরেট থাগজ এন্টারটেইনমেন্ট’ নামে একটি রেকর্ড লেবেল প্রতিষ্ঠা করেন, যা পরে সিটিই ওয়ার্ল্ড নামে পরিচিতি পায়। ২০০১ সালে তিনি ‘লিল জে’ নামে ‘থাগিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন। ‘থাগ মোটিভেশন ১০১’ অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি সংগীতসফরও করেন। তার গান ও সংগীতসফরগুলো ভীষণ সাড়া পায়।

গান লিখে ও গেয়ে যারা বিশ্ব সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন, মার্কিন মুলুক তাঁদের হল অব ফেমের তালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ সম্মানে ভূষিত করে। ওই তালিকার প্রথম র‍্যাপার জেজি। তবে র‍্যাপার হিসেবে নন, গীতিকার হিসেবেই তিনি অর্জন করেছেন এই সম্মান। বব ডিলান, ডলি পার্টন, ব্রুস স্প্রিংস্টিন কিংবা মাইকেল জ্যাকসনের মতো তারকারা ওই তালিকায় রয়েছেন। ১৯৯৭ সালে জেজির প্রথম অ্যালবাম ‘রিজনেবল ডাউট’ মুক্তি পায়। তার স্ত্রী বিয়ন্সে নোলস আরেক জনপ্রিয় শিল্পী। ২০০৮ সালে বিয়ে করেন তারা।

8 thoughts on “৩০ হাজার কোটি টাকার মালিক এই শিল্পী

Leave a Reply to Hector1330 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *